একবার এসো চলনবিলে
ঘুরবো দু’ জন নৌকায় হেলেদুলে
দেখবে কত বিলের রুপের শোভা
সন্ধ্যায় ফুটে উঠে যৌবনের আভা।
কত মানুষের হচ্ছে ভীড়
মানব স্রোতে মেলা
নামে বিলের তীর
পাও যদি একটু সময়
চলনবিলে আসবে নিশ্চয়!
বিলকে বানাব তোমার
আমার মিলনের ঠিকানা
ছবি তুলে ভরে দেবো
অনলাইনের সবখানা।
লেখক :-
রাজিব এক্কা রাজ একবার
তাড়াশ, সিরাজগঞ্জ।