প্রায় ১ ঘন্টা পর দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন অফিসার রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা হতে নীলসাগর এক্সপ্রেস নীলফামারী উদ্দেশ্যে যাচ্ছিলেন। ট্রেনটি গাজীপুর কালিয়াকৈর হাইটেক স্টেশন পার হলে দুপুর সাড়ে ১২ টার দিকে ওই ট্রেনের ইঞ্জিল বিকল হয়ে যায়। এতে প্রায় ১ ঘন্টা ঢাকার সাথে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে দুপুর দেড়টার দিকে ট্রেন চলাচল শুরু করে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।