আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ এনডিপির উদ্যোগে বোহাইল ইউনিয়নে সাইলো ও গো খাদ্য বিতরণ করা হয়।
জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র বাস্তবায়নে এবং ফুড এ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (FAO)এর সহযোগিতায় বগুড়া জেলার সারিয়াকান্দি ইউনিয়নের বোহাইল ইউনিয়নের গবাদিপশু পালনকারী ২৭৫ টি পরিবারের মাঝে প্রত্যককে ৫০ কেজি গো খাদ্য এবং একটি করে সাইলো যা ধারন ক্ষমতা ৬৬ লিটারের একটি বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুড এ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (FAO) এর প্রতিনিধি, নলেজ এ্যান্ড ইনফরমেশন ম্যানেজম্যান্ট স্পেশালিষ্ট আজিজুন নাহার তানিয়া, বোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান খান। উক্ত বিতরণকৃত অনুষ্ঠানে সুবিধাভোগীদের মাঝে স্বাগত বক্তব্য রাখেন, এনডিপির প্রতিনিধি, উপ-পরিচালক এমএন্ডই ও উক্ত কর্মসূচির ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামান।
বিতরণ অনুষ্ঠানে সুবিধাভোগীদের মধ্য থেকে অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোঃ রবিউল ইসলাম, ২নং ওয়ার্ডের মোঃ সাইফুল ইসলাম ও মোঃ শাহাদত হোসেন বলেন এনডিপি ও FAOসংস্থা সহ যে সকল প্রতিষ্টান তাদেরকে সাইলো ও গো খাদ্য দিয়ে সহযোগিতা করেছে তা তাদের অনেক উপকারে আসবে। তারা এই বন্যার পানি বৃদ্ধির কারনে ঘাস সংগ্রহ করতে পারে না। তাদের গবাদিপশু গুলো অনাহারে দিন পার করছে। তাই তারা প্রাপ্ত গো খাদ্য গুলি দিয়ে প্রায় ১০ দিন তাদের পালিত গবাদিপশুকে খাওয়াতে পারবে বলে তারা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। সুবিধাভোগী গণ এই সাইলো ও গো খাদ্য বিতরণে যে সকল প্রতিষ্টান সম্পৃক্ত রয়েছে সকল প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন। বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনি, সাংবাদিক সহ জেলা সমন্বয়কারী, উপজেলা সমন্বয়কারী সহ ভলান্টিয়ার গন উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।