এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের উদ্যোগে সদর উপজেলাধীন বাগবাটি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে নিম, মেহেগুনি, বহেরা, পিয়ারা, সুপারি, কৃষ্ণচুড়া ও কাঠ গোলাপ প্রায় ৫০ টি বৃক্ষ রোপন করা সহ শতাধিক বৃক্ষ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে ।
রোববার (৬ আগষ্ট) সকালে বাগবাটি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা-৯ এর ডিজি এপে. বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ হেলাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য ও প্রাক্তন চেয়ারম্যান জনাব আমজাদ হোসেন, অধ্যাক্ষ সহ কলেজের শিক্ষক বৃন্দ, এছাড়া এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের সভাপতি এপে. ফরিদুল হক, সিনিয়র সহ-সভাপতি এপে. ফুলাদ হায়দার খান,ট্রেজারার এপে. আনসার আলী, সার্জেন্ট এট আর্মস এপে. কোরবান আলী, ফ্লোর মেম্বার, এপে. জাহাঙ্গীর আলম, এপে. আঃ রাজ্জাক আলম, অনুষ্ঠানে কলেজের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জের পরিচালক সহ কয়েকজন সদস্য।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।