
নয় পেরিয়ে দশে পদার্পন সবার সাথে এশিয়ান টেলিভিশন এই স্লোগানকে সামনে রেখে এশিয়ান টেলিভিশনের দশ বছর পদার্পন উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ অফিসের আয়োজনে সোমবার রাত ১২ টা ১ মিনিটে সিরাজগঞ্জ প্রেসক্লাব হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার, হাসিবুল আলম (বি পি এম)।
এসময় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা শফিউল্লাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার, নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন সম্পাদক, ইসমাইল হোসেন, সলংগা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দুলাল আহম্মেদ, জেলা ট্রাফিক ইন্সপেক্টর সালেক আহম্মেদ, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি রিফাত রহমান, ৭১ টেলিভিশনের জেলা প্রতি মাসুদ পারভেজ, যমুনার টেলিভিশনের জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেল, বিটিভির জেলা জয়নাল আবেদীন জয়, মাই টিভির জেলা প্রতিনিধি, মোনায়েন খান, এনটিভির জেলা প্রতিনিধি, শরিফুল আহম্মেদ ইন্না, এস এ টিভির জেলা প্রতিনিধি, রহমত আলী, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি, শামসুর রহমান শিশির, দৈনিক গণমানুষের আওয়াজের জেলা প্রতিনিধি, হুমায়ুন কবির সুমন, দৈনিক আমাদের নতুন সময়ের, জেলা প্রতিনিধি, সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ এক্সপ্রেসের চিফ রিপোর্টার, খালিদ হৃদয়, দৈনিক বাংলাদেশের আলোর, জেলা প্রতিনিধি মাকসুদা খাতুন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জিন্নাহ ফারুক সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সময় টিভির স্টাফ রিপোর্টার রিংকু কুন্ড।

17