প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২২, ৪:১৬ অপরাহ্ণ
ওষুধের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা আটক-১
জুঁই এন্ড জান্নাত ফার্মেসীতে ওষুধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতেন মনিরুজ্জামান মনির (৩৭) নামে এক যুবক। মঙ্গলবার (২ আগষ্ট) রাত পৌনে ৮ টা সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের কোনাবাড়ী এশরারনগর হাউজিং সোসাইটির ১ নং গেটের সামনে থেকে ইয়াবাসহ আটক করে তাকে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়
শ্রী আনন্দ দাস নামে তার সহযোগী। আটককৃত মনিরুজ্জামান টাঙ্গাইল জেলার মধুপুর থানার কাকরাইদ গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে। কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বণিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, আটক মনিরুজ্জামানের বিরুদ্ধে টাঙ্গাইল মধুপুর থানায় অস্ত্র ও হত্যা মামলা রয়েছে এবং পলাতক শ্রী আনন্দ দাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫ টি মামলা রয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্ররণ করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.