করোনা ক্রান্তিকালে বাংলাদেশের মিডিয়া হাউজ গুলো দুর্দশা শুরু হয়েছিল। দুর্দিনের মানুষের মাঝে এতটা সাড়া ফেলবে ঢাকাপোস্ট আশ্চর্যের বিষয় বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক আবু জাফর। দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্ট এক বছর অতিবাহিত করেছে। এ উপলক্ষে সারাদেশের ন্যায় দেশের উত্তরের জেলা লালমনিরহাটে ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) লালমনিরহাট এলজিইডি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন জেলা প্রসাশক আবু জাফর। সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সময় দলের প্রতিনিধি তন্ময় আহমেদ নয়নের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি নিয়াজ আহমেদ সিপন। অনুষ্ঠানে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে বিভিন্ন কাজে অবদানের জন্য তিনজনকে সম্মাননা প্রদান করা হয়।
তারা হলেন, শিক্ষক ও সেচ্ছাসেবক নাসিরুল আলম মন্ডল, সেচ্ছাসেবী অ্যাডভোকেট মলিনা ইয়াসমিন ও ইনার হুইল ক্লাব অব লালমনিরহাটের সদস্য নিশাত রিদওয়ানা সেঁজুতি। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, অল্পদিনে ঢাকাপোস্ট যেভাবে এগিয়েছে, এরকম কোনো মিডিয়া একবছরে পাঠকের আস্থা অর্জন করতে পারেনি। সত্যের সাথে সন্ধি’ স্লোগান সামনে রেখে এগিয়ে চলছে দেশের শীর্ষ এই অনলাইন গণমাধ্যম। প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া, করোনাসহ উন্নয়ন ও অনিয়ম দুর্নীতির নানা বিষয়ে সংবাদ প্রকাশ করে প্রশংসা কুড়িয়েছে ঢাকা পোস্ট। আমি প্রত্যাশা করছি, সামনের দিনে আরও ভালো কিছু কাজ করে পাঠকসহ মানুষের মাঝে আস্থা অর্জন করবে। তিনি আরও বলেন, করোনা কালিন বেশিভাগ মিডিয়া বন্ধ হয়েছিল। ওই সময় চ্যালেঞ্জ এসে পাঠাকের মাঝে আস্থা অর্জন করতে পেরেছে সত্যি সেটি গর্বের বিষয়।
অনু্ষ্ঠানে বক্তারা আরো বলেন, ঢাকাপোস্ট সামজিক, অর্থনৈতিক,রাজনৈতিক সহ বিভিন্ন জনগুরত্ব পুর্ন বিষয় তুলে ধরেছে। এছাড়াও বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখার জন্য ঢাকা পোস্ট এর পক্ষ থেকে তিনজনকে সম্মামনা স্মারক দেয়া হয়। সেটিও একটি প্রসংসীয় দাবিদার। কেক কাটা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদরের পৌর মেয়র রেজাউল করিম স্বপন, উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামন সুজন, এলজিইডি প্রকৌশলী আশরাফ আলী খান, কবি ও কথা সাহিত্যিক ফেরদৌসি বেগম বিউটিসহ প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল আলিম, ডেইলি স্টারের সাংবাদিক এস দিলীপ রায়, আজকের পত্রিকারের আনিসুর রহমান লাডলা, এসএ টিভির প্রতিনিধি আশিকুর রহমান ডিফেন্স, জাগো নিউজ এর রবিউল হাসানসহ অনেকেই। এছাড়া অনু্ষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্টও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।