স্টাফ রিপোর্টার :
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে সাধারণ মানুষের মাঝে ১২শ পেকেট ঈদ সামগ্রী বিতরণ করেছেন ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিম রহমান। বুধবার ২৯ জুলাই সকালে পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলমের নির্দেশে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও করোনা কালিন সময়ে লক ডাউনের কারনে কেজি স্কুল গুলো বন্ধ থাকায় শিক্ষক শিক্ষিকারা মানবেতর জীবন যাপন করছে বলে তিনি জানতে পারেন। আর তাই কিছু শিক্ষক -শিক্ষিকাদের হাতেও পৌছেদেন গাসিক মেয়রের দেয়া ঈদ উপহার সামগ্রী।
এবিষয়ে কাউন্সিলর সেলিম রহমান বলেন,মহামারী করোনা ভাইরাসের কারনে সারাদেশ যখন লকডাউন করা হয় তখন থেকেই আমি জনগণের পাশে আছি এবং যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি সাধারণ মানুষের পাশে থাকার।