যমুনা অববাহিকার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউপি'র বন্যা কবলিত অসহায় পরিবারে ত্রান বিতরণ শুরু হয়েছে।
রোববার ২৬ জুন ইউপির ৩০০ পরিবারের মাঝে ত্রান বিতরণকালে ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, তার ইউনিয়নের সকল গ্ৰাম বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে, নিম্ন আয়ের পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে, চাহিদার তুলনায় ত্রান সরবরাহ অপ্রতুল, শিশু খাদ্য এবং গবাদিপশুর খাদ্য অতীব জরুরি হয়ে পড়েছে। ত্রান হিসেবে জিআর ১০ কেজি চাল এবং ওরস্যালাইন বিতরণ করা হয়েছে।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী জানান, বন্যায় উপজেলার শুভগাছা, নাটুয়ারপাড়া ইউনিয়নের ফুলজোড়, চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া, চরনাটিপাড়া, তেকানি ইউনিয়নের হাড্ডির ঘাটসহ মনসুরনগর, খাসরাজবাড়ি ও নিশ্চিন্তপুর ইউনিয়নের নিম্নাঞ্চলসহ রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান নিমজ্জিত হয়েছে এবং কিছু কিছু জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে। এছাড়াও মাইজবাড়ী, কাজিপুর সদর ইউনিয়নের কিছু অংশ নিমজ্জিত হয়েছে।
উন্নয়নমূলক কর্মকাণ্ড টিকিয়ে রাখতে স্থানীয়দের সম্পৃক্ত করা হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনার অংশ হিসেবে জি আর চাল ৪৭ মেঃটন, জি আর টাকা ২ লক্ষ ২৬ হাজার। শিশু খাদ্য ৪ লক্ষ ৮৭ হাজার ৬ শত টাকা, গোখাদ্য ১ লক্ষ ২৬ হাজার টাকা বরাদ্দ রয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।