কাজিপুর উপজেলার সরকারি বঙ্গবন্ধু ডিগ্ৰি কলেজ ১৯৯৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠার পর শিক্ষা সেবায় ২৫ পেড়িয়ে ২৬ বছরে পদার্পণ করেছে। রজতজয়ন্তী উদযাপন ও ছাত্র-ছাত্রীদের পূনর্মিলনী উৎসব-২০২৩ উপলক্ষ্যে শনিবার ৭ জানুয়ারী বর্ণাঢ্য রেলি, আলোচনা, স্মৃতিচারণ সভা, স্মরণিকা প্রকাশ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ইউএনও সুখময় সরকার, সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সরকারি বঙ্গবন্ধু ডিগ্ৰি কলেজের সাবেক সভাপতি প্রফেসর ডা: মোঃ এনামুল হক, প্রতিষ্ঠাতা সিদ্দিক হোসেন, সাবেক অধ্যক্ষ এস এম আমিনুল ইসলাম। অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ রাজ্জাক।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, কলেজ পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলামসহ বর্তমান ও প্রাক্তন শিক্ষক এবং শিক্ষার্থীরা। সঞ্চালনা করেন উপাধ্যক্ষ রিপন কুমার সাহা। স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্ৰহণ করে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।