গোলাম কিবরিয়া খান,স্টাফ রিপোর্টার: ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ এর আওতায় কাজিপুর উপজেলার অসহায় দরিদ্র জেলেদেরকে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৬ জনের মাঝে গরু (বকনা বাছুর) বিতরণ করেন উপজেলা মৎস্য অফিস। পর্যায়ক্রমে উপজেলার ৫০ জন জেলেকে এই সুবিধার আওতাভুক্ত করা হবে।
গতকাল সোমবার সকালে সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা শাহীনুর আলম। তিনি বলেন, সরকারের দূরদর্শী সিদ্ধান্তে জেলেরা উপকৃত হবেন। ইলিশ ধরা নিষিদ্ধ সময়ে বিকল্প আয়ের লক্ষ্যে তাদের জন্য এই ব্যবস্থা।
গরু পেয়ে জেলেরা খুবই খুশি। তাদের চোখে মুখে উচ্ছাস উদ্দীপনা লক্ষ্য করা গেছে। গরু বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক, কৃষি অফিসার শরিফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা দিদারুল আলম, বিআরডিবি অফিসার আমিনুল ইসলাম প্রমূখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।