কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জ-১ আসনে আগামী ১২ নভেম্বর উপনির্বাচনে নৌকার সমন্নুত জয়ের লক্ষ্যে ভোট প্রার্থনা করছে সোনামুখী ইউনিয়ন যুবলীগের সভাপতি স্থলবাড়ি গ্ৰামের রফিকুল ইসলাম মেম্বার।
আওয়ামীলীগ দলীয় মনোনিত প্রার্থী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়ের পক্ষে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ইভিএমে ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে ধারণা ও ভোট-কেন্দ্রে উপস্থিত থেকে ভোট প্রদানে উৎসাহিত করছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সোনামুখী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড স্থলবাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণা চালায় এসময় তারা লিফলেট সহযোগে ইভিএমে ভোট দেয়ার পদ্ধতি অবগত করে নৌকায় ভোট প্রদানে উৎসাহিত করেন।
তার সাথে ছিল সোনামুখী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।