কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় গত চার দিনে বিভিন্ন ব্যাচে ১৫০জন কৃষক-কৃষাণীকে কন্দাল ফসল উন্নত পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে ফলন উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি প্রশিক্ষণ সমাপন করা হয়।
উপজেলা কৃষি অফিস হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে কন্দাল জাতীয় ফসল লতি কচু, পানি কচু, কাসাভা, মিষ্টি আলু, ওল কচু ও লতিরাজ কচু অধিক ফলনের জন্য আধুনিক ও বৈজ্ঞানিক চাষাবাদ পদ্ধতি বিষয়ে আলোকপাত করা হয়। উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভজিত রায় ও ফয়সাল আহমেদ। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দীলিপ কুমার চক্রবর্তী। উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন ও মায়া খাতুন।