কাজিপুরের গান্ধাইল ইউনিয়নের বাঐখোলা গ্ৰামে আঞ্চলিক কবরস্থান ও মোহাম্মদ নাসিম গ্ৰন্থাগার শুভ উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। সোমবার ৭ ফেব্রুয়ারি উদ্বোধনকালে তিনি ২নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য শরিফুল ইসলাম সবুজের সমাজ হিতৈষী উদ্যোগের প্রশংসা জানিয়ে বলেন, পূর্ব পুরুষদের মতো কাজিপুরের জনসাধারণের জীবন মান উন্নয়নে আজীবন পাশে আছি। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আব্দুল হান্নান, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগ সভাপতি বেলায়েত উল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারসহ স্থানীয় রাজনীতিবীদ ও জনসাধারণ।