"শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা" শ্লোগান সামনে রেখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত "কিশোর কিশোরী ক্লাব" স্থাপন প্রকল্পের আওতায় কাজিপুর উপজেলার কিশোর- কিশোরী ক্লাব সমূহের ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি)' র সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৭ জুন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
মহিলা বিষয়ক অধিদপ্তরের কাজিপুর উপজেলা কার্যালয় এবং উপজেলা প্রশাসন আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, কিশোর-কিশোরী ক্লাবের সভাপতি এবং প্রশিক্ষকরা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা জানান, উপজেলায় ১৩ টি কিশোর-কিশোরী ক্লাব রয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।