সিরাজগঞ্জের কাজিপুরে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি পূনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) সকালে কাজিপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে -স্থানীয় অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে আলোচনা সভা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী,র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন ও বীজ, সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বিশেষ অতিথি হিসাবে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা j কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম, আওয়ামীলীগ সভাপতি রেফাজউদ্দিন মাস্টার,পৌরমেয়র তালুকদার আব্দুল হানান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহম্মেদ প্রমূখ।
পরে অতিথিবৃন্দ ১৪ 'শ কৃষককে ৫ কেজি করে ধানের বীজ ১০ কেজি এমও পি ও ১০ কেজি ডিও পি সার বিতরণ করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।