গোলাম কিবরিয়া খান,সিরাজগঞ্জ প্রতিনিধি: চলমান ছাত্র আন্দোলনকে পুঁজি করে সরকার পতনের নামে বিএনপি-জামায়াত কর্তৃক দেশব্যাপী সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগসহ নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার গুরুত্বপূর্ণ বাজার ও ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ মিছিল ও
প্রতিবাদ সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার ৪ আগষ্ট উপজেলা সদর, গান্ধাইল ইউনিয়নের সিমান্তবাজার, চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড় বাজার, সোনামুখী বাজার ছাড়াও চরাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী নিশ্চিত করে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশে এ কর্মসূচি পালিত হচ্ছে, এখন পর্যন্ত কাজিপুরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং জনসাধারণ যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দিতে প্রস্তুত রয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।