সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূঁজা সুষ্ঠু ও নিরাপদ এবং সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে যৌথ বাহিনীর মহড়া চলছে। স্থানীয় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, আনসার এবং সেনাবাহিনীর সদস্যদের নিয়ে গঠিত যৌথবাহিনী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ নিয়মিত পরিদর্শন করছেন এবং নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। গত ৭ অক্টোবর সোমবার বিকেলে যৌথবাহিনী উপজেলার পৌরসভা, সোনামুখী, চালিতাডাঙ্গা এবং সদর ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন, এসময় আয়োজক কমিটি এবং স্থানীয়দের সাথে নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন। যৌথবাহিনীর নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) সাবরিনা আক্তার। বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার শরিফুল ইসলাম এবং ওসি নুরে আলমসহ সেনাবাহিনী সদস্য, পুলিশ সদস্য এবং আনসার সদস্যরা মহড়ায় অংশ নেন। থানা অফিসার ইনচার্জ নুরে আলম বলেন, সুষ্ঠু ও সফল ও নিরাপদ ভাবে পূজা উদযাপনের জন্য শুরু থেকে প্রতীমা বিসর্জন পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা, নজরদারি ও মনিটরিং অব্যাহত থাকবে। প্রত্যোকটি পুজা মণ্ডপে পুলিশ সহ আনসার বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ নজরদারির জন্য মোবাইল টিম রয়েছে
উল্লেখ্য , এ বছর উপজেলায় ১ টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নে মোট ২০ টি পুজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূঁজা উদযাপন করা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।