গণহত্যা দিবস উপলক্ষে আজ শনিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১মিনিট পর্যন্ত সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের কাজিপুরে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ ও গণহত্যাসহ স্বাধীনতা যুদ্ধে শহীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
দিবসটি যথাযথ পালন উপলক্ষে উপজেলা স্বাধীনতা স্কয়ারে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাষ্টার, সমাজসেবা অফিসার আলাউদ্দিন, সরকারি কর্মকর্তা, আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বর্বর পাক বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এদিন বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে সব মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পর্যায়ে দিবসের তাৎপর্য তুলে ধরে কর্মসূচি পালন করা হয়েছে। বিভীষিকাময় সেই কালরাতে ঢাকায় জাগ্রত মুক্তিকামী ছাত্র-জনতা থেকে ঘুমন্ত নিরীহ মানুষকে নির্বিচারে হত্যার জন্য ট্যাংক ও সাঁজোয়া বহর নিয়ে পথে নামে সশস্ত্র পাকিস্তানি সেনাবাহিনী। এই রাতে বাংলাদেশের বিভিন্ন স্থানে গণহত্যার শিকার হয় লাখো বাঙালি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।