শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

কাজিপুরে প্রাথমিকের ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত

রিপোর্টারের নাম : / ১৯৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

গোলাম কিবরিয়া খান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

কাজিপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি মামলায় আদালতে হাজির দিয়ে জামিন লাভের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরমধ্যে ২ জন সহকারী শিক্ষক এবং ১ জন প্রধান শিক্ষক রয়েছেন।

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনর রশিদ গত ৪ আগষ্ট এ সংক্রান্ত পৃথক স্বারকে অফিস আদেশ জারি করেন। অফিস আদেশে বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট -১ এর বিধি ৭৩ এর নোট(২) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস মেমোরেন্ডাম (তিনজনের পৃথক নং ও তারিখ) ১৯৭৮ অনুযায়ী আটকের তারিখ হতে তাদের সাময়িক বরখাস্ত করা হয় বলে উল্লেখ করেন।

সাময়িক বরখাস্ত করা শিক্ষকেরা হলেন, চরাঞ্চলের ভেটুয়া জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম, মানিকপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মুকিত তালুকদার এবং কান্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে থাকা মঞ্জুরুল ইসলাম। জানা যায়, সহকারী শিক্ষক আব্দুস সালাম পূর্বের একটি হত্যা মামলার আসামি এবং বাকি দুজনের নামে ২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ফৌজদারি মামলা দায়ের হয় । পরবর্তীতে বিভিন্ন সময়ে তারা আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন। মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকেরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান বলেন, সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকগণের জন্য পাঠদান ব্যাহত হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর