গোলাম কিবরিয়া খান,স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৩ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন বন্ধন-৯৩ পক্ষ থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অসহায় পরিবারের সদস্যদের মানবিক সহায়তা হিসেবে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার উপজেলার শুভগাছা ইউনিয়নের খাসদোয়েল গ্ৰামের প্রবীণ ও পক্ষাঘাত প্রাপ্ত ব্যাক্তি জহর আলী বয়াতীকে হুইল চেয়ার প্রদানকালে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে মানবিক সহায়তা আরো বৃদ্ধি পাবে, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো প্রয়োজনে বন্ধন-৯৩ অসহায় মানুষের পাশে আছে, থাকবে। উপস্থিত ছিলেন বন্ধন-৯৩ সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, লিটন। কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নয়ন প্রমূখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।