সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বেগম রোকেয়া দিবস /২২ পালন এবং উপজেলা পর্যায়ে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমে পাঁচটি ক্যাটাগরীতে পাঁচজন জয়িতাকে সম্মাননা স্মারক, ক্রেষ্ট ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রাণী সাহার সঞ্চালনায় জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কাজিপুর।
প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় ভার্চুয়াল বক্তব্যে বলেন, বেগম রোকেয়া ছিলেন নারী মু্ক্তির পথিকৃৎ, তার আদর্শ, ত্যাগ ধারণ করে নারীরা আজকে প্রতিষ্ঠিত। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলার দুঃখি অসহায় নারীদের জন্য রোল মডেল। এই সময় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সরকারি মনসুর আলী কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম রাঙ্গা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন, কাজিপুর প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সোবহান চান প্রমুখ। সমাজে অসামান্য অবদান রাখার জন্য মনোনীত জয়িতারা হলেন,
উম্মে হাবিবা অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জোসনা খাতুন, সফল জননী মনোয়ারা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুর ক্ষেত্রে দৃষ্টান্ত রাখয় খাদিজা খাতুন এবং সমাজ উন্নয়নে অবদান রাখায় নারী উদ্যোক্তা শাহানা পারভীন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।