কাজিপুরে চলমান তীব্র শীতে অসহায় হয়ে পড়েছে সমাজের নিম্ন আয়ের হতদরিদ্র ও দুঃস্থরা। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের শীতার্ত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে কাজিপুর উপজেলার এস এস সি ৯৯/ব্যাচ। প্রচন্ড শীত নিবারণে অসহায় ৮০ টি পরিবারে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে সংগঠনটির সদস্যরা।
শুক্রবার ২১ জানুয়ারি বীর শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন শুভগাছা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গিয়াস উদ্দিন সরকার। এ সময় তিনি ৯৯/ব্যাচের মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে সাধ্যাণুযায়ী অসহায়দের পাশে দাঁড়াতে আহ্বান জানান।
নাম প্রকাশ না করার শর্তে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা জানান সদস্যদের সাধ্যানুয়ী আর্থিক অংশগ্রহণে এই প্রয়াস বাস্তবায়ন সম্ভব হয়েছে, সমাজের নিম্ন আয়ের হতদরিদ্র, দুঃস্থ ও অসহায় মানুষের জীবন মান উন্নয়নে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। একই সাথে তারা জানান ৯৯/ব্যাচ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে মানবিকতাকে প্রাধান্য দিয়ে সবসময় অসহায় মানুষের পাশে আছে।