কাজিপুরে যুবলীগের শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচী
গোলাম কিবরিয়া খান,স্টাফ রিপোর্টার: দেশব্যাপী বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস, অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাজিপুর উপজেলা শাখা। প্রতিপাদ্য রাখা হয় “সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে বাংলাদেশ”। যুবলীগের নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।
মঙ্গলবার ৩০ জানুয়ারি সকালে বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর উপজেলা কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, প্রচার সম্পাদক সরওয়ার প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুল হাসান, মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা শাহজালাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি বেলায়েত উল ইসলাম, সাধারণ সম্পাদক সায়েম তালুকদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।