সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি দুলাল সরকারকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। গত ১০ নভেম্বর রোববার সন্ধ্যায় নাটুয়ারপারা নৌকা ঘাটে এ ঘটনা ঘটে। আহত দুলাল নাটুয়ারপাড়া গ্ৰামের মৃত মৃত শমসের আলীর পুত্র। মাথাসহ শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত দুলাল বগুড়াস্থ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, নিশ্চিত করেছে তার পরিবার। স্থানীয়দের ধারণা দলীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের দুস্কৃতিকারীরা এ ঘটনা ঘটাতে পারে। ঘটনার সময় তিনি একা বাড়ি ফিরছিলেন। কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম বলেন, ঘটনা জেনেছি, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।