স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের কাজিপুরে পবিত্র রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার সোনামুখী বাজারে অভিযান চলাকালীন ভোক্তা অধিকার আইনে
মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন কারণে ৬ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
অভিযান শেষে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক। বলেন, রমজান উপলক্ষ্যে বাজার পরিস্থিতি ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সোনামুখীতে অভিযান পরিচালিত হয়েছে, ভোক্তা অধিকার আইনে কয়েকজন ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে, রমজান জুড়ে এ অভিযান চলমান থাকবে।
অভিযান চলাকালীন মূল্যতালিকা না থাকায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী সোনামুখী বাজারের ১ জন মসলা ব্যবসায়ীকে ৩০০ টাকা ও দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী সবজি বাজারের ১ জনকে ৫০০ ও ৪ জনকে ২০০ টাকা ও জরিমানা করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।