কাজিপুরে ২০২২-২৩ অর্থবছরে ন্যাশনাল এগ্ৰিকালচারাল টেকনোলজি প্রোগ্ৰাম ফেজ-২ (প্রজেক্ট এনএটিপি-২) (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৬ এপ্রিল সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহমেদের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ইউএনও সুখময় সরকার। এছাড়াও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইলা রাণী দাস, উপজেলা উদ্ভিদ সম্প্রসারণ কর্মকর্তা দিলিপ কুমার চক্রবর্তী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, মনিরুল ইসলাম, হাসিনুর রহমান, নজরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, রেজাউল করিম, আশরাফুল আলম, শাহাদাত হোসেনসহ সিআইজির সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষরা।
উল্লেখ্য, প্রজেক্ট এনএটিপির মাধ্যমে ইউপি পর্যায়ে কমন ইনোভেশন গ্ৰুপ (সিআইজি) গঠন করে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, বীজ উৎপাদন ও সংরক্ষণ সম্পর্কে প্রশিক্ষণ ছাড়াও ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি, সার, বীজ জৈব সার, রাসায়নিক সারসহ বিনামূল্যে যাবতীয় পরামর্শ প্রদান করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।