গোলাম কিবরিয়া খান,স্টাফ রিপোর্টার:কাজিপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরের রবি মৌসুমে ৪ হাজার ৪শত জন কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধান বীজ ও সার বিতরণ শুরু হয়েছে।
বুধবার ২৯ নভেম্বর দুপুরে প্রণোদনা বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন ইউএনও সুখময় সরকার। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইলা রানী। এছাড়াও উপ-সহকারী উদ্ভিদ সম্প্রসারণ কর্মকর্তা দিলীপ কুমার চক্রবর্তী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমূখ।
উল্লেখ্য, চলতি মৌসূমে উপজেলার ৪ হাজার ৪শত জন কৃষক/কৃষাণীদের কৃষি প্রণোদনার আওতায় সরকারি সহায়তা হিসেবে ৫ কেজি উচ্চ ফলনশীল ধান বীজ এবং ৫ কেজি ডিওপি এবং ৫ কেজি এমওপি সার পাবে। এবছর ১৩হাজার ৭ হেক্টর জমিতে ধান উৎপাদনের করা হচ্ছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।