কাজিপুরের ৫৯ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৪৯০ টি ট্যাব বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্প হতে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (ট্যাবলেট) বিতরণ কার্যক্রম কাজিপুরে শুভ উদ্বোধন করেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের করনীয় বিষয়ে আলোকপাত করেন।
বুধবার ২৫ জুলাই দুপুরে শহীদ এম মনসুর আলী আধুনিক মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় আয়োজিত এবং ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র বিশ্বাস, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মাহমুদা খাতুন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, পৌর মেয়র আব্দুল হান্নান। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম) এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় ট্যাব নিতে আসা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।