কাজিপুর উপজেলা পরিষদের ৪১ তম সভা সোমবার ২৭ জুন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ নিজ নিজ দপ্তরের পক্ষে বক্তব্য রাখেন। উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ বক্তব্যে বিভিন্ন সুবিধা ও অসুবিধাগুলো তুলে ধরেন। বিশেষ করে বন্যা কবলিত ৮ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ চলমান বন্যা পরিস্থিতি জানিয়ে শিশু খাদ্য এবং গো-খাদ্যের স্বল্পতা উল্লেখ করেন, এছাড়াও দুর্গত মানুষের চাইতে ত্রান অপ্রতুল বলে দাবি করেন তারা।
উপস্থিত ছিলেন, ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, চালিতাডাঙ্গা ইউপির চেয়ারম্যান আতিকুর রহমান, সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, নাটুয়ারপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, মনসুরনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, তেকানি ইউপি চেয়ারম্যান হারুনর রশীদ, গান্ধাইল ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন প্রমূখ।
এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা পশুসম্পদ সার্জন মাহমুদুল হাসান, মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক, সমাজসেবা কর্মকর্তা আলাউদ্দিন, বন কর্মকর্তা আবু রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।