সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশের নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলমের সাথে কাজিপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
গত ৭ অক্টোবর (সোমবার) সন্ধ্যায় থানা কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নবাগত ওসি নুরে আলম সাংবাদিকদের উদ্দেশ্যে সন্ত্রাস, মাদক, চুরি ও অন্যান্য অপ্রীতিকর ঘটনা রুখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সর্বাত্মক সহযোগিতা করবেন। এ সময় তিনি হয়রানি মুক্ত সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ বলে জানান। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন, মানুষের কল্যাণে পুলিশি সেবা জনবান্ধব করতে চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
মতবিনিময় সভায় কাজিপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি ও দৈনিক যমুনা প্রবাহের প্রতিনিধি টি এম কামাল , সাধারণ সম্পাদক ও সময়ের আলো কাজিপুর প্রতিনিধি গোলাম কিবরিয়া খান মানিক, কোষাধক্ষ্য ও দৈনিক যুগের কথা ও ভোরের কাগজ কাজিপুর প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজকের পত্রিকা কাজিপুর প্রতিনিধি আশরাফুল আলম, প্রচার সম্পাদক ও দৈনিক চাঁদনি বাজার পত্রিকার প্রতিনিধি আবু তৈয়ব সুজয়, নির্বাহী সদস্য ও দৈনিক সিরাজগঞ্জ বার্তার প্রতিনিধি জহুরুল ইসলাম , দৈনিক গনধ্বনি প্রতিনিধি রোকনুজ্জামান রাসেল, আশার দিগন্তের সম্পাদক ও দৈনিক সূর্যোদয়ের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম এবং ইন্ডিপেন্ডেন্ট বাংলা প্রতিনিধি আব্দুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক বৃন্দ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।