সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী কাজিপুর প্রেস ক্লাবের উদ্যোগে সুবিধা বঞ্চিত বিভিন্ন পর্যায়ের অসহায় ৫০ জনের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার কাজিপুর প্রেস ক্লাবের কার্যালয়ে সভাপতি টিএম কামালের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিপ্লব, সামাজিক সংগঠন ভয়েস অফ কাজিপুরের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী সাখাওয়াত হোসেন, ভয়েস অফ কাজিপুরের সহ সভাপতি রোকনুজ্জামান সিরাজী, কাজিপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সোবহান চান, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, কার্যকরি সদস্য জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, দপ্তর সম্পাদক রুহুল আমিন লাকু, প্রচার সম্পাদক আবু তৈয়ব সুজয়, কার্যকরি সদস্য আল মাহমুদ সরকার জুয়েল, সদস্য রোকনুজ্জামান রাসেল, আবদুল্লাহ আল মামুন, আঃ মজিদ, আমিনুল ইসলাম।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।