গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার: কাজিপুর প্রেসক্লাবের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সন্ধায় কাজিপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাজিপুর প্রেসক্লাবের সভাপতি টি এম কামাল। সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খানের উপস্থাপনায় বক্তব্য রাখেন, সহ সভাপতি আব্দুস সোবহান চান, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম প্রমূখ।
উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক আবু তৈয়ব সুজয়, কার্যকারী সদস্য জহুরুল ইসলাম, আল মাহমুদ সরকার জুয়েল, কামরুজ্জামান রাসেল, আব্দুল মজিদ, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। আলোচনা সভায় দেশের বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যতের ভিত্তিতে মূল ধারার সাংবাদিকদের অবস্থান বিষয় আলোকপাত করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।