সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার ২ নং ঝাঐল ইউনিয়নে পবিত্র ঈদ- উল- ফিতর উপলক্ষে ইউনিয়নের দরিদ্র, অসহায় ও দুঃস্থ জন পরিবারে ১০ কেজি করে ভিজিএফ চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল ) সকালে অত্র ইউনিয়ন পরিষদে উক্ত ভিজিএফ চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. শহিদুল্লাহ সবুজ। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মোঃ আমিনুল ইসলাম, কামারখন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সম্পা রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ২ নং ঝাঐল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন ঠান্ডু, ইউপি সচিব মোঃ সাইদুল ইসলাম সহ সকল ইউপি সদস্য গণ, কর্মকর্তা-কর্মচারিগণ ও উপকার ভোগীরা।
ভিজিএফ চাউল বিতরণ কার্যক্রমের মনিটরিং করেন, কামারখন্দ উপজেলা বিআরডিপি কর্মকর্তা -ট্যাগ অফিসার মোঃ আব্দুস ছালাম।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।