সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসানকে হত্যা চেষ্টার ঘটনায় সহকারি শিক্ষক সাইফুল ইসলামের শাস্তি ও অব্যাহতির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
শনিবার (০৮ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী ইমরুল কায়েস, শহিদুল ইসলাম, গ্রামের প্রবীণ মুরুব্বী রইচ উদ্দীন, আজগর আলী প্রমুখ বক্তব্য রাখেন। সহকারি শিক্ষক সাইফুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি ও চাকরি থেকে অব্যাহতির দাবি জানান বক্তারা।
এ বিষয়ে প্রধান শিক্ষক রাশেদুল হাসানের বড় মেয়ে জান্নাতুল ফেরদৌস সায়মা জানান, আমার বাবাকে হত্যার চেষ্টা করেছে সহকারি শিক্ষক সাইফুল ইসলাম,এমন ঘটনা সত্য দুঃখ জনক বিষয় আমি এর তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায়।
এব্যাপারে অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার স্ত্রী ফোন রিসিভ করে তিনি বাড়ীতে নেই বলে জানান।
এব্যাপারে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, প্রধান শিক্ষককে হত্যা চেষ্টার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামী সহকারি শিক্ষক সাইফুল ইসলামকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য, গত বুধবার (০৫ জানুয়ারি) অবৈধ ভাউচারে স্বাক্ষর না করায় প্রধান শিক্ষক রাশেদুল হাসানের ঘাড়ে আঘাত করে হত্যা চেষ্টা করেন সহকারি শিক্ষক সাইফুল ইসলাম। প্রধান শিক্ষক রাশেদুল হাসান ঘটনার দিন থেকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফলিতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় প্রধান শিক্ষকের স্ত্রী রহিমা রাশেদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।