আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ কামারখন্দে বেগম রোকেয়া দিবসে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা সহকারী প্রধান শিক্ষক কাছিদা খাতুন রোজী
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ "নারী -কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি" এ শ্লোগান নিয়ে-সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে, বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি প্রদর্শন, আলোচনাসভা ও "জয়িতা অন্বেষণে বাংলাদেশ " শীর্ষক কার্যক্রমের আওতায় ৫ টি ক্যাটাগরির ৫ জন জয়িতা নারীকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।
সোমবার (৯ ডিসেম্বর-২০২৪খ্রিঃ) সকালে কামারখন্দ উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, কামারখন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ সেলিনা পারভীন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী । এসময়ে বিভিন্ন প্রতিষ্ঠান কর্মকর্তা , নারী সংগঠনের কর্মকর্তা, সদস্য, কন্যা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিশেষে, জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে "শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী"ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন ভদ্রঘাট শামছুন মহসীন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাছিদা খাতুন রোজী সহ ৪ নারী অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী, সফল জননী নারী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলা ঘুরে দাড়িয়েছেন নারী, সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা ও সনদপত্র পান ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।