সিরাজগঞ্জের কামারখন্দে ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে মামাতো ভাইয়ের কাঠের বাটামের আঘাতে সাইদুল ইসলাম সেলিম (৩২) নামে ফুপাতো ভাই নিহত হয়েছেন।
সাইদুল উপজেলার বীর ভদ্রঘাট গ্রামের ইয়াছিন হোসেনের ছেলে। শনিবার (১২ ফেব্রুয়ারি) ভোর রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত সাইদুল পেশায় অটোভ্যান চালক ছিলেন।
নিহতের ছোট ভাই আরিফুল ইসলাম জানান, গত রবিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে নিহত সাইদুলের মামাতো ভাই আলমের জমির পাশে সরকারি সড়কে লাগানো ঘাস সাইদুলের ছাগল খাওয়াকে কেন্দ্র করে সাইদুল ও আলমের সাথে কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে আলমের ছোট ভাই আরমান কাঠের বাটাম দিয়ে সাইদুলের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সাইদুলকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যান সাইদুল। মৃত্যুর খরবের পর থেকে অভিযুক্তরা বাড়ী ঘর তালা দিয়ে পলাতক রয়েছে।
এ ব্যাপারে কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, অটোভ্যান চালক সাইদুলকে হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।