প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১০:১২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৩, ৮:৫২ অপরাহ্ণ
কারা মুক্ত হলেন শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানি
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/11/received_1401935697404022.jpeg)
তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার আমিনুল ইসলাম।
মো. রফিকুল ইসলাম মাদানী (২৮), নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা এলাকার সাহাব উদ্দিনের ছেলে। ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় রফিকুল ইসলাম মাদানীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তিনি ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত।
![](https://rxb.yey.mybluehost.me/website_fffd3609/wp-content/uploads/2023/11/received_1981326688898901.jpeg)
গত ২৯ মার্চ জামিন চেয়ে মাদানীর করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। ফলে মাদানীর কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন তাঁর আইনজীবী।
কারাকর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে গাজীপুর মহানগরীর গাছা থানায়, তেজগাঁও থানা, মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ও কোতয়ালী থানায় মতিঝিল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। সবগুলি মামলার জামিনের কাগজ যাচাই বাছাই শেষে শনিবার রাত ৮টার সময় তাকে মুক্তি দেয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে রফিকুল ইসলাম মাদানীর খালাতো ভাই বলেন, পরিবারের পক্ষ থেকে তাকে আমরা নিতে কারাগারে আসি। রাত ৮ টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পেলে তাকে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.