গাজীপুর জেলা সংবাদদাতাঃ
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিন এইচ এস সি পরীক্ষার্থী জামিনে মুক্ত হয়েছে।
শনিবার (৩ আগষ্ট) দুপুর পৌনে ২ টার সময় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কারা মুক্ত হন ওই তিন শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।
কারামুক্ত শিক্ষার্থীরা হলেন,কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বালি গাও গ্রামের নজরুল ইসলাম খোকনের ছেলে মিনহাজুল ইসলাম আব্দুল্লাহ, নরসিংদী জেলার সদর থানার মির্জা সিদ্দিকুর রহমান এর ছেলে মির্জা সাদিকুর রহমান
এবং একই জেলার রায়পুরা থানার রতন ভুইয়ার
ছেলে রাতুল ভুইয়া।
কারাগার সূত্রে জানাযায় তাদের বিরুদ্ধে নরসিংদী জেলার বিভিন্ন থানায় কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, প্রয়োজনীয় কাগজ পত্র যাচাই বাছাই শেষে ওই তিন শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।