কার্যাদেশের বিপরীতে জামানতবিহীন ঋণ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা
কার্যাদেশের বিপরীতে জামানতবিহীন ঋণ নিতে পারবেন এসএমই উদ্যোক্তারা। এ বিষয়ে করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি উদ্যোক্তাদের সচেতন করতে কাজ করবে এসএমই ফাউন্ডেশন এবং থিংকবিগ সলিউশনস (ট্রেডেক্স)।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। ফ্যাক্টরিং ফাইন্যান্স বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করে এসএমই ফাউন্ডেশন ও থিংকবিগ সলিউশনস (ট্রেডেক্স)। এতে করপোরেট প্রতিষ্ঠান, ফাইন্যান্সার ও সাপ্লায়ার ম্যাচমেকিং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
এতে জানানো হয়, দেশের ব্যাংক ব্যবস্থায় এসএমই খাত উন্নয়নে বিভিন্ন ধরনের ঋণ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। তবে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে উদ্যোক্তারা সে সুবিধা নিতে পারেন না। ব্যাংক ঋণ গ্রহণের প্রক্রিয়াও সহজ নয়। তবে থিংকবিগ সলিউশনসের প্লাটফর্মের মাধ্যমে একজন উদ্যোক্তা কার্যাদেশের বিপরীতে জামানতবিহীন ঋণ নিতে পারবেন।