গাজীপুরের কালিয়াকৈরে রাতুল ইসলাম নামের এক যুবককে রাস্তা থেকে জোরপুর্বক ধরে নিয়ে একটি মাছের খামারের ভেতর আটকে রেখে নির্যাতনসহ ২ লাখ টাকা চাঁদা দাবির করার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় নির্যাতনের শিকার আহত রাতুল ইসলামের মা রুবিনা আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
নির্যাতনের শিকার রাতুল ইসলাম(১৯) উপজেলার কারলসুরিচালা এলাকার নুরুল ইসলামের ছেলে।
থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, রাতুল ইসলাম পহেলা বৈশাখের দিন তার ব্যাবহৃত মটর সাইকেল নিয়ে বাঁশতলী এলাকায় ঘুরতে যায়। রাত ৯টার দিকে বাশতলী বিপুলের দোকানের সামনে রাস্তা থেকে তাহাছিন সিকদার, তাজবির সিকদার, সিয়াম হোসেন, মনির হোসেন, আছলাম, উদয়সহ অজ্ঞাত নামা আরো ৫/৬জন রাতুলের মটরসাইকেলের গতিরোধ করে। পরে তাকে জোরপুর্বক ধরে নিয়ে উপজেলার সাহেবাবাদ এলাকার একটি মাছের খামারের বাউন্ডারীর ভেতর আটকে রেখে বেদম মারপিট করে আহত করে এবং তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় তার পকেটে থেকে ৮ হাজার টাকা নিয়ে নেয়। পরে রাত সাড়ে ১১টা পর্যন্ত রাতুলকে আটকে রেখে নির্যাতন করে ২ লাখ টাকার জন্য। ২ লাখ টাকা দিতে না পারায় তাকে ফের মারধর করে মাছের খামারের বাহিরে অচেতন অব¯’ায় ফেলে রেখে চলে যায়। পরে আশপাশের লোকজন রাতুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করে।
ওই ঘটনায় পরের দিন মঙ্গলবার সকালে আহত রাতুল ইসলামের মা বাদী হয়ে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক তাহাছিন সিকদার , তার ভাই তাজবির সিকদার ও স্থানীয় সিয়াম হোসেন, মনির হোসেন, আছলাম, উদয়ের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
তাহাছিন সিকদার বলেন, আমি ঘটনার সাথে জড়িত নই। এ বিষয় আমি জানি না। আমাকে ফাসানোর জন্য প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রিয়াদ মাহমুদ বলেন, অভিযোগ হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।