গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন দিয়েছে দুর্বত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, তাকওয়া পরিবহনের মিনিবাসটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। অগ্নিকাণ্ডে মিনিবাসটির অধিকাংশ পুড়ে গেলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি৷ এ ঘটনায় কাউকে চিহ্নিত বা আটকও করা যায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, দাঁড়িয়ে থাকা বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।