কালিয়াকৈরে বাংলাদেশ স্কাউটস এর ২টি প্রশিক্ষণ কোর্স সমাপনি অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ
সময় কাল :
সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
৮৭
বার পড়া হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ স্কাউটস এর চারদিন ব্যাপী ২টি প্রশিক্ষণ কোর্স সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান হয়েছে। রোববার বিকালে মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপন কৌশল কোর্স এবং বেসিক ফটোগ্রাফী নামে ২টি প্রশিক্ষণ কোর্স শেষ হয়। বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ-কমিশনার (জনসংযোগ ও বিপণন) মীর মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক(জনসংযোগ ও বিপণন)এএইচ এম শামসুল আযাদ, শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো: নজরুল ইসলাম,ইউনির্ভাসটি অব লিবারেল র্আট এর শিক্ষক আমিনুজ্জামান, বাংলাভিশনের নিউজ প্রেজেন্টার এম আলমগীর প্রমূখ। কোর্স দুটিতে সারাদেশের বিভিন্ন স্কুল ও মুক্ত স্কাউট গ্রæপের একশত রোভার স্কাউট ও এ্যাডাল্ট লিডার এবং ১৬জন প্রশিক্ষক যোগদান করেন। বাংলাদেশ স্কাউটসের জন সংযোগ কর্মকর্তা এএইচএম শাসুল আযাদ জানান, ২৭ জানুয়ারী প্রশিক্ষণ কোর্স দুটি শুরু হয়।
ছবি:-কালিয়াকৈরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস এর উদ্যোগে ৪দিনব্যাপী সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপন কৌশল কোর্স এবং বেসিক ফটোগ্রাফী কোর্স সমাপনি।