
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যূৎ জোড়া পাম্প এলাকা থেকে সাংবাদিক পরিচয় দানকারী দুই ভূয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন, জয়পুরহাট জেলার কানাই থানাধীন মোখলেছুর রহমানের ছেলে মাসুদুর রহমান অপূর্ব (৪২) এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বারো কাউনিয়া এলাকার জসিম উদ্দিনের মেয়ে আরিফা আক্তার মীম (২০)।পুলিশ ও স্থানীয়রা জানায়, আটককৃত ব্যক্তিরা ওই এলাকায় একুশে সংবাদের সাংবাদিক পরিচয় দিয়ে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করে। পরে নিপা আক্তার, আয়েশা বেগম, রিয়াজুল আহমেদ,দেলোয়ার হোসেন, নামের কয়েকজন ব্যক্তির কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা চাঁদা আদায় করে।
তাদের কথাবার্তা সন্দেহ হলে এলাকাবাসী তাদের আইডি কার্ড দেখতে চাইলে এলাকাবাসীর উপর চড়াও হয়ে উঠে তারা। এসময় ভুক্তভোগী রিয়াজুল ও দেলোয়ার কালিয়াকৈর থানায় খবর দিলে এস আই আলাউদ্দিন অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এসময় তাদের কাছ থেকে একাধিক পত্রিকার ভূয়া কার্ড জব্দ করে। কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাংবাদিক পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

15