
গাজীপুরের কাশিমপুরে ২৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আবুল কাশেম (৪৫) কে আটক করেছে পুলিশ। বুধবার ২৬ জানুয়ারি রাতে মহানগরীর সূরাবাড়ী এলাকায় নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবুল কাশেম কাশিমপুর থানাধীন ৫ নং ওয়ার্ডের সূরাবাড়ী এলাকার মৃত জব্বার মিয়ার ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কাশিমপুর থানার উপ-পরিদর্শক(এসআই) দীপঙ্কর রায় বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, সে দীর্ঘদিন যাবৎ কাশিমপুর থানাধীন বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
মামলার প্রস্ততি চলছে।

4