গাজীপুরের কাশিমপুরে ককটেল ফাটিয়ে ডাকাতির মামলার অনুসন্ধানে ধরা পড়ছে ওই চক্রের ৯ সদস্য। উদ্ধার করা হয়েছে- অস্ত্র গুলি ও ককটেল । চক্রের বাকিদেরও ধরতে পুলিশের অভিযান চলছে । মঙ্গলবার দুপুরে জিএমপি কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ১৬ই আগস্ট গাজীপুরের কাশিমপুরে প্রকাশ্য দিবালোকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতি করে একটি হেলমেটধারী চক্র। এ সময় ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর রকেট এজেন্টের কাছ থেকে ৫ লাখ ২২ হাজার টাকা লুটে নেয় ডাকাত চক্রটি । ঘটনায় কাশিমপুর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। ঘটনার প্রায় এক মাসের অনুসন্ধানে গেল রাতে কাশিমপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করে মেট্রোপলিটন পুলিশ।
জিএমপি পুলিশ কমিশনার ম্যোল্লা নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যমতে, উদ্ধার অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলি ও অবিস্ফোরিত ১২ টি ককটেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৬ টি মামলা রয়েছে বলেও জানান, তিনি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।