প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৮:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৩, ১১:৫৬ অপরাহ্ণ
কাশিমপুরে বন্ধুর হাতে বন্ধু খুন
গাজীপুরের কাশিমপুরে মাসুম (২৮) নামে এক যুবককে ধারালো চাকুদিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে । পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (১ডিসেম্বর) সকাল ১০ টা সময় মহানগরের কাশিমপুর সারদাগঞ্জ রাইসমিল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই ঘাতক নাজমুল পলাতক রয়েছে।
মাসুম নগরীর কাশিমপুর সারদাগঞ্জ রাইসমিল এলাকার মোঃ রিয়াজ উদ্দিনের ছেলে। তার ৬ বছরের একটি ছেলে এবং ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। মাসুম পেশায় একজন অটোচালক ছিলেন।
পুলিশ জানায়,নাজমুলের বন্ধু মাসুম। নাজমুল মাদকাসক্ত ছিলো। তার হাতের আংটি বেচা নিয়ে মাসুমের সাথে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম তার বন্ধু নাজমুলকে চাড় মারে। এর পরেই নাজমুল ক্ষিপ্ত হয়ে মাসুমকে ধারালো চাকু দিয়ে আঘাত করলে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নাজমুল চাঁদপুর জেলার হাইমচর থানার মুন্সীকান্দি গ্রামে খাজা মোহাম্মদ এর ছেলে। গত একবছর আগে কাশিমপুরের সারদাগঞ্জ রাইসমিল এলাকায় জমি কিনে বাড়ী করে। সে ব্যাকার ছিলো কোন কাজকর্ম করতোনা।
জিএমপি কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান,লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন, এঘটনায় ঘাতক নাজমুল পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.