স্টাফ রিপোর্টার :
গাজীপুর মহানগরের কাশিমপুরে ডোমনা বাগানবাড়ী চেয়ারম্যানবাড়ী নতুন বাজার থেকে সাইফুল ইসলাম (৪২) নামে ভূয়া র্যাব অফিসার পরিচয় দানকারীকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সাইফুল ইসলাম কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানা আলিয়ারা (মৌকরা) গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। সে ঢাকা জেলার আশুলিয়া থানার ভাদাইল পশ্চিমপাড়া এলাকায় জনৈক রফিকুল ইসলামের বাড়ীর ভাড়াটিয়া।
কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহবুব জানান,গতকাল শনিবার (২২ আগষ্ট) চেয়ারম্যানবাড়ী নতুন বাজারে নূর নবী এর মুদি দোকানে এসে তার নামে বিভিন্ন থানায় ৮ থেকে ১০ টি মামলা রয়েছে ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে মুদি দোকানীর কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে।
সাইফুলসহ তার সাথে আরো ৩ জন র্যাব পরিচয়ে থাকা তাদের কথাবার্তায় সন্দেহ হয় ওই মুদি দোকানীর। পরে চিৎকার করিলে আশেপাশের দোকানদার ও স্থানীয়রা এগিয়ে আসে এবং কাশিমপুর থানায় খবর দেয়। তার সাথে থাকা সহকর্মীরা পালিয়ে গেলেও পালাতে পারেনি সাইফুল, পুলিশ এসে তাকে আটক করে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,তার বিরুদ্ধে কাশিমপুর থানায় একটি মামলা হয়েছে। রোববার (২৩ আগষ্ট) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।