গাজীপুরের কাশিমপুরে হেরোইনসহ কামাল মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার ৫ ফেব্রুয়ারী বিকেল সোয়া ৫ টা সময় মহানগরীর কাশিমপুর নয়াপাড়া রওশন মার্কেট এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দশ গ্রাম হেরোইন এবং হেরোইন বিক্রিতে ব্যবহৃত ডিজিটাল পকেট নিক্তি, মাদক বিক্রির নগদ ৩ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়। আটককৃত কামাল মিয়া কাশিমপুর থানাধীন নয়াপাড়া রওশন মার্কেট এলাকার মৃত নুরু কসাই এর ছেলে।
জিএমপি কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দিপঙ্কর রায় বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিনি আরো বলেন, তার বিরুদ্ধে কাশিমপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে ।