প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১২:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ণ
কাশিমপুর কারাগারে পাকিস্তানি কয়েদির মৃত্যু
গাজীপুর জেলা সংবাদদাতাঃ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ বন্দি এক পাকিস্তানী কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) বিকেল ৫ টায় তার মৃত্যু হয়েছে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-০২ এর জেল সুপার আমিরুল ইসলাম। মারা যাওয়া কয়দি হলেন, পাকিস্তানের জহিরদ্দিনের ছেলে আলেফজান (৬২)।
জেল সুপার জানান, শুক্রবার বিকেল পৌনে ৪ টার দিকে কয়েদি আসামি আলেফজান হঠাৎ অসুস্থ হয়ে যায়। পরে তাকে জরুরিভাবে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর কর্তৃব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তিনি একজন পাকিস্তানি। তার বিরুদ্ধে ২ নং-সেসন মামলা নং-৬৮৪/০৩, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(খ) ও ১৯(এ) সাজা- যাবজ্জীবন। কারাবিধি অনুয়ায়ী অনন্য প্রক্রিয়া চলমান রয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.